স্টাফ রিপোর্টার:

করোনাকালে দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ সাগর।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি সাবেক এই ছাত্রনেতা নিজ এলাকা, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বাসায় এই উপহার পৌঁছে দেন।
এ তালিকায় তিনি নিজ উপজেলা, জেলা ও রাজধানী ঢাকায় বসবাস করা বর্তমান নেতাদের পাশাপাশি সাবেক আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ৭ শতাধিক পরিবারে এই উপহার পৌঁছে দেন।
এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে তিনি ফরিদগঞ্জ উপজেলার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন এবং ফরিদগঞ্জ উপজেলার নিম্নবিত্ত মানুষের মাঝে গত দু’মাস যাবৎ দলীয় কর্মীদের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছেন ।
এর পাশাপাশি ডা. হারুন অর রশিদ সাগর প্রথম থেকেই দিন-রাত ২৪ ঘণ্টা তার মুঠোফোন খোলা রেখে করোনাকালে রোগীদের টেলিমেডিসিন সেবা দিয়ে আসছেন।