মোঃ রাছেল, স্টাফ রির্পোটার, কচুয়া।
চলতি মৌসুমে(২০১৯-২০) কচুয়া উপজেলায় ১ হাজার ৮শ’ কৃষককে আউশ প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে। উচ্চ ফলনশীল জাতের (উফশী) আউশ ধান উৎপাদনের জন্য আউশ প্রণোদনা প্রাপ্ত একজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
বীজ প্রদান অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন -কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিুল হাসান, সাংবাদিক আলমগীর তালুকদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা ও টিটু মোহন সরকার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফাহেল হোসেন বলেন, কৃষি প্রণোদনা পাওয়ায় কৃষকদের মাঝে আউশ ধান চাষে আগ্রহ বেড়েছে। আউশ ধান চাষে হ্রাস ঠেকাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকরা যাতে করে বেশি জমিতে বি-আর ২৬ ও নেরিকা জাতের এ ধান চাষ করে সে লক্ষ্যে আউশ চাষিদের প্রণোদনা প্রদান করা হয়ে থাকে। আজ ১৮জন কৃষকের মাঝে এ প্রনোদনা বিতরণের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। বাকি কৃষকদের প্রতিটি ব্লকে বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।
প্রনোদনা পাওয়া কৃষকরা জানান, কৃষি প্রণোদনা পেয়ে তারা প্রত্যেকে জমিতে আউশ ধান চাষ করেছেন। আউশ ধানের চালের ভাত খেতে খুব সুস্বাদু। এ কারণে উপজেলার কৃষকদের মাঝে আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে বলে তারা জানান।