স্টাফ রিপোর্টার:
সহস্রাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেডে অসহায় ও দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
বিতরণ পূর্বে তিনি বলেন, ঈদের দিনে একটু ভাল খাবার ও পোষাক পড়তে পারি, সেই থেকে পুলিশের এই উদ্যোগ। সবসময় আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা পুলিশের জন্য দোয়া করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. এনামুল হক সহ আরো কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, চাঁদপুর পুলিশ লাইনস্ এ চার শতাধিক ও ৮ উপজেলায় সাত শতাধিকসহ জেলায় মোট ১১ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা পুলিশ।