সোবহান ফারুক:
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী মোঃ শরীফুল হাসান পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কেএম আল-আমিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে তাকে ভোলা জেলায় পদায়ণ করা হয়েছে।
জনবান্ধব ও করোনার সম্মুখযোদ্ধা গাজী মোঃ শরীফুল হাসান মতলব উত্তরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি এ উপজেলায় সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়নের জন্যে সার্বক্ষণিক তৎপর ছিলেন। এছাড়া তিনি এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করেছেন।
সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। তাই দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।