আবদুস সালাম
ফরিদগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা র্নিবাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার অবৈধ ভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে বালি উত্তোলনের খবরটি জানতে পারেন। পরে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা প্রদান করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে। তবে ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায় নি।
উল্লেখ্য, ফরিদগঞ্জে ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করায় গত ১৭ জানুয়ারি সোমবার একই ড্রেজার মালিক আব্দুর রশিদকে কৌশলে আটক করা হয়। পরে এলাকার গণ্যমান্য মানুষের সহযোগিতায় মুছলেকা দিয়ে ছাড়া পেয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে ড্রেজারটি না সরিয়ে পুনরায় তিনি বালি উত্তোলন করতে থাকেন।