হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইনে সচেতনতা মুলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে দুই ব্যাচে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মির্জা শিউলী পারভীন মিলী।বাজার দর পর্যবেক্ষন, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাছির মামুন, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মো. নুর হোসেন, ডা. ইসফাত রুবাইয়া নাছরিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ।
প্রশিক্ষণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুপ পাটোয়ারি, পৌর কাউন্সিলর মহসিন ফারুক বাদল। প্রশিক্ষণে শিক্ষক, মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান ও সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক, হোটেল মালিকরা অংশ নেয়।
উপজেলা পরিষদ পরিচালনা ও প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ-এ প্রশিক্ষণের পাঁচ ব্যাচে ১২৫ জন প্রশিক্ষণ নিচ্ছেন।এদিকে প্রথমদিনে সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
মো. মজিবুর রহমান রনি