মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ২২ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজ শেখ বাদী হয়ে উপজেলার প্রায় ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি ও যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলালসহ ১৮৬ জনের নাম উল্লেখ করে প্রায় ৫শ নেতা কর্মীকে আসামী করা হয়েছে। অজ্ঞাত দেখানো হয়েছে।
এদিকে পুলিশের ভ্যানে উঠিয়ে আসামীদের নিয়ে যাওয়ার সময় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, ঘটনার পর থেকে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার করে রোববার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। শনিবার বিকালে দাঁড়ানো পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল ও ২৪ টি শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।