বসন্তে ফাগুন
চারিদিকে গাছ
ডালা পাতা শূন্য
শীত সকালে
কুয়াশা কেটে
পুব আকাশে ভেসে ওঠে
রক্তিম সুর্য।
গাছের ডালায় নতুন পাতায়
প্রকৃতিকে জানায় আহবান
অপরূপ সুন্দর্য্যে ফুটে উঠে
নতুনের সমারোহ।
ফুল ফুটে বাগান ভরে
কৃষ্ণ চুড়ায় পলাশ রংয়ে
কুকিলের মধুময় কুহু কুহু ডাক
যেন ভালবাসার আকুতি।
প্রকৃতি নতুন রূপে
যেমন সাজে নব বধু,
প্রকৃতি প্রেমিকের জন্য
বসন্তকে সাজিয়েছে
সবুজের গালিচায়
ফাগুনকে পাবার আশায়।
রক্তের ঋণ
উৎস্বর্গ ভাষা শহীদদের উৎসর্গে
শিশির ভিজা সবুজ ঘাসে
নব যাতকের পায়ের দোলা
ডালা ভরে রক্ত পলাশ হাতে
শহীদ বেদীতে
আমরাও আসিবো তোমাদের পাশে।
দেখা হবে বলেইতো ছুটে চলেছি
সুন্দর পৃথিবীটার আকাঁ বাকাঁ পথে,
কেউ হাঁসে কেউ কাঁদে
পাওয়া না পাওয়ার
আনন্দ বেদনায়।
অ, আ, ক, কে এখনও তারা
কেড়ে নিতে চায় নাঁমা বলিগায়ে
প্রতিবাদ হয় হাজার জনতার
রক্ত ঝড়ে রাজপথে।
কৃষক, শ্রমিক, ছাত্র জনতা
৯ই ফাগুনের রক্তে ঝড়া
সমাজ বদলে দিন
ভাইদের রক্তের ঋণ।