স্টাফ রিপোর্টার:
২০১৯-২০ সালের রপ্তানী বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ম বারের মতো রপ্তানী ট্রফি গ্রহণ করেছেন হাজীগঞ্জ উপজেলার কৃতীসন্তান এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)। ১৬ এপ্রিল রোববার ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কাছ থেকে রপ্তানী ট্রফি গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, জয়নাল আবেদীন মজুমদার রপ্তানী বাণিজ্য বিশেষ অবদানের জন্য পাঁচবার সিআইপি নির্বাচিত হন।
ক্যাপশন:
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে ২০১৯-২০ সালের রপ্তানী বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ম বারের মতো রপ্তানী ট্রফি গ্রহণ করেছেন জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।