হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলার ৬টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্টকারীরা সমাজ ও রাষ্ট্রের চিরশত্রæ বলে মন্তব্য করেছেন। গতকাল (৪ অক্টোবর) মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার কমলাপুর, তেলীরমোড়, চরভাঙ্গা, চরভৈরবী, উত্তর চরভৈরবী, পাড়াবগুলা পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় দেশবাসীর মঙ্গল কামনায় মন্দিরে প্রার্থনা শেষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ এবং নগদ অর্থ প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক দেশ। দলমত নির্বিশেষে সবাই সবার ধর্ম পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের সকল মানুষ সামাজিকতা ও সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন। দেশে অপশক্তি বিনাশ করার লক্ষ্য আমরা সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। কোনো অপশক্তিকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না বলে।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাত্তার গাজী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম পাটওয়ারী, মৎস্যজীবি লীগের সভাপতি মানিক দেওয়ান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন টিটু, সাবেক ছাত্রলীগ নেতা বাবু জমাদারসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।