মোঃ রুহুল আমিন:
শাহরাস্তিতে সমাজ সচেতন যুব সমাজের উদ্যোগে ‘ফতেপুর ইয়াং স্টার ক্লাব’ এর আয়োজনে মাদকমুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহার দক্ষিণ ইউনিয়ন আ.লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাইনুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও মামুনুল ইসলাম পাটওয়ারীর সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু ইউসুফ, ইকবাল হোসেন, কামাল হোসেন পাটওয়ারী, ইমাম হোসেন পাটওয়ারীসহ এলাকার যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।