ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়।
৪ মার্চ শনিবার সকালে অভিভাবক সমাবেশ ও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে বিশেষ আলোচনা শেষে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়।
মোঃ কামাল উদ্দিন খান ও মোঃ ইয়াছিন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠাটানের শুরুতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কুরান তেলাওয়াত, হামদ’নাত ও হাদীস মাসয়ালা পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ জসিম উদ্দিন খান, এসময় বিশেষ অতিথিদের মধ্যে থাকেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ নেয়ামত উল্লাহ খান, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, হাজী মোঃ দেলোয়ার হোসেন, হাজী মোহাম্মদ হোসেন, মোঃ ফারুক খান, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লতিফ বিএসসি, মাওলানা মোঃ তাজুল ইসলাম খান, খান মোঃ হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান পাটওয়ারী, মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদগঞ্জ উপজেলা। ডাঃ সামছুল আলম খান, শেখ মোদাচ্ছের হোসেন অপু, মোঃ মফিজ খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন খান, মোঃ সাইফুল ইসলাম ফারভেজ, মোঃ রুবেল খান, সামাজিক, রাজনৈতিক, অভিবাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্যান্যরা এসয় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদ্রাসা শিক্ষা ও নূরানী শিক্ষার গুরুত্বনিয়ে আলোচনা করেন, আলোচনা শেষে উর্ত্তীন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রধান করেন।