তুহিন ফয়েজ:
মুন্সিগঞ্জে গরুর ট্রলারে ডাকাতি শেষে নদীপথে পালানোর সময় ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও নগদ ৩৪ লাখ টাকাসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। মেঘমা নদীতে নিয়মিত টহলের সময় ডাকাত সন্দেহে নৌ পুলিশের টিম ডাকাত দলকে ধাওয়া করলে তারা স্পিড বোট থেকে নদীর তীরে নেমে দৌড়ে গ্রামে ঢুকে পড়ে। গত মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় এলাকাবাসী তাদের ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৭ ডাকাতকে আটক করে।
এসময় নৌ পুলিশ, ডিবি সদর থানা পুলিশ ঘটনাস্থল এসে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড কার্টুস, ৩৩ লাখ ৯৩ হাজার টাকা ও ডাকাতিতে ব্যবহৃত স্পিড বোট ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করে।
আটককৃত ডাকাত সদস্যরা হলো: শরীয়তপুর জেলার নড়িয়া থানার চেরাগ আলী বেপারী কান্দির মোঃ মোবারকের ছেলে রহমান (৩৮), সিলংকর গ্রামের মৃত রহমত আলী বেপারীর ছেলে মোঃ এবাদুল (৩৫), মতলব উত্তর উপজেলার মোহনপুরের মোঃ আজমের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩০), মুন্সিগঞ্জ জেলার কান্দিপাড় গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ মেহেদী (২৫), নারায়ণগঞ্জ জেলার সোমার গাঁও থামার শোলপাড়া গ্রামের রফিকের ছেলে শাহীন (৩৫) ও মুন্সিগঞ্জের চরবাংলা গ্রামের মোঃ চুন্নু দেওয়ানের ছেলে মোঃ সিহাব (২২)।
ডাকাতদের আটক করতে এসময় অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ফাঁড়ীর অন্যান্য সদস্য ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার মাঝিরঘাড নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ জেলার চরআব্দুল্লাপুর নৌপুলিশ।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, এই ঘটনায় আরও ১৩ ডাকাত পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।