মো. কবির মজুমদার:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করেছে। একই দিনে মতলব পৌর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি পদযাত্রার আয়োজন করে। পদযাত্রা শেষে তিতার ভিটা মাঠে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক মাসুদ প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের হোসেন সিদ্দিকী, ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, মহসীন সোহাগ, প্রখর, সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাহবুব প্রমুখ। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, খাদেরগাঁও ইউনিয়ন ও উপাদি দক্ষিণ ইউনিয়নে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
এদিকে বিকাল সাড়ে ৩টায় মতলব পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন সরকার, মাহফুজ সরকার, আবু সাইদ মেম্বার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, কাজী মোজাম্মেল হক, সিরাজ প্রধান, পৌর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মৃধা, ইউসুফ মাস্টার ও ভুট্টাে হাজরা প্রমুখ। এছাড়াও বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশের কর্মসূচি পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, খাদেরগাঁও ইউনিয়ন, উপাদি উত্তর ইউনিয়ন ও উপাদি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ।