মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলার গাবুয়ায় জমকালো আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুব সমাজ এই খেলার আয়োজন করে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ৩৫নং গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহ আলম পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মতলব পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সারোয়ার সরকার লিখন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটওয়ারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাস তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, সহ-সভাপতি মাসুদ প্রধান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুবলীগ নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার ও নূর-ই আলম পাটওয়ারী প্রমুখ। ফাইনাল খেলায় চিরায়ূ গ্রামের পক্ষে আলহাজ্ব মাস্টার শহীদউল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব ২২ রানের ব্যবধানে চরপয়ালী একতা বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সুশান্ত ও সজিব মোল্লা। নির্ধারিত সময়ে ১০ ওভারের খেলায় আলহাজ্ব মাস্টার শহীদউল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে চরপয়ালী একতা বয়েজ ক্লাব ১০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৬২ রান করে পরাজিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।