রহমান রুবেল:
ঢাকায় বিশিষ্ট ব্যবসায়িদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টায় ঢাকা নয়া পল্টন চায়না টাউন ভবনের ৭ম তলায় সিটি নিয়ন গ্রæপ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার সভাপতি ড. মোহাম্মদ ফারুক।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, আরতি গ্রæপের চেয়ারম্যান আবুল খায়ের, সম্বলিত সমন্বয় ফ্রন্ট বায়রার মহাসচিব মোস্তাফা মাহমুদ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রনি, যুগান্তরের সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক রুহান ইসলাম, ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ইয়াসিন রানা সহ বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব ও চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।