ফাহাদ খান:
সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার সুবিদপুর পশ্চম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শনিবার (১১ ফেব্রæয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে পদযাত্রা কর্মসূচির শুরু হয়ে শ্লোলা বাজার ও আশেপাশের এলাকা অবস্থান করে কর্মসূচি শেষ হয়।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান চৌধুরী। সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফার স ালনায় কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু জাফর খসরু মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় উপজেলার স্ব স্ব ইউনিয়নের বিএনপির সমন্বয়ে পদযাত্রা বের করেন নেতাকর্মীরা।