আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। আর দেশের স্বার্থে এই দায়িত্ব সফল ভাবে পালন করতে হলে সরকার ও গণমাধ্যম একে অপরকে সহযোগিতা করতে হবে।
পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল হোসেন ও উপজেলা প্রতিনিধি মামুন হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, কার্যনির্বাহী সদস্য শিমুল হাছান, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, আইসিটি সম্পাদক গাজী মমিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।