ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে ইয়াবাসহ সংরক্ষিত নারী প্যানেল মেয়রের ভাই শরীফ শেখ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৭ পিস ইয়াবা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ভাটিয়ালপুর পুরান বাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে।
ঘটনার বিবরণীতে জানা যায়, র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে পৌরসভার নারী প্যানেল মেয়র সেলিনা আক্তার যুথির বড় ভাই শরীফ শেখ বাবু। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে গত বৃহস্পতিবার তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবাসহ ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। আসামী শরীফ খান বাবুর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি এজহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা বলেন, পৌরসভার প্যানেল মেয়র সেলিনা আক্তার যুথির বড় ভাই র্দীঘদিন ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই চক্রটি ইয়াবা দিয়ে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। সমাজে যারা জনপ্রতিনিধি তাদের লোক যদি মাদক কারবারির সাথে জড়িত থাকে, তাহলে সমাজ তখন দিন দিন খারাপের দিকে ধাবিত হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিনা আক্তার যুথি বলেন, আমার ভাইকে কেউ ফাঁসানোর জন্য এই কাজ করেছে। আমার ভাই এই কাজ করে না।
ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে আমরা ইয়াবাসহ তাকে আটক করেছি।