ফাহাদ খাঁন
ফরিদগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দিনদিন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাওয়ার পথ সহজ হয়েছে আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষিত হওয়ার কারণে। তাই শত বাধা উপেক্ষা করে দেশকে উন্নত বিশ্বের কাতারে স্থান করিয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমানে আমরা স্মার্ট দেশের দিকে অগ্রসর হচ্ছি। শুধু স্মার্ট ফোন হাতে নিয়ে এক শ্রেণির মানুষ নিজেদের স্মার্ট মনে করে, স্মার্ট ফোন হাতে থাকলেই স্মার্ট হওয়ায় যায় না। কাজে কর্মে স্মার্ট হতে হবে। দেশে বর্তমানে পড়াশোনা, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদসহ বহুকাজ স্মাটভাবে পরিচালনা করা হচ্ছে। যারা বর্তমানে দেশকে পরিচালনা করছেন সবাই শিক্ষিত ও জ্ঞানে স্মার্ট। তাই তোমরা শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে যে খেলাধুলায় শারীরিক কসরত হয়, পড়াশোনার পাশাপাশি এমন খেলাধুলা করতে হবে। সুযোগ পেলে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। তাহলে শিক্ষা ও স্বাস্থে স্মার্ট হওয়া যাবে। মনে রাখতে হবে, প্রতিযোগীতায় জয়-পরাজয় থাকবেই, হেরে গেলে ভেঙ্গে পড়া চলবে না, পরবর্তীতে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তবে সমাজ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন খেলাধুলাকে এড়িয়ে চলতে হবে। বর্তমানে মোবাইল ফোনে ক্ষতিকর অনেক ধরনের খেলা রয়েছে, এসব খেলা থেকে বিরত থাকার আহŸান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা মিলিয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।