এ যেন আমার সরল চিত্তের বিশুদ্ধ স্বীকারোক্তি
এ যেন মস্ত বড উপন্যাসের শেষের পাতা
আমার হৃৎপিণ্ডের স্পন্দনের মত সত্য
হৃদয়ের সবটুকু দিয়ে লেখা
তোমার জন্য আমার
প্রথম প্রেমের চিঠি,
ধ্রুবতারা সাক্ষী দিবে
বাতাসে শুনতে পাবে
আমার দুচোখের রেটিনায়
তোমার ছবি আঁকা আছে,
বসন্তের জ্যোৎস্না সাক্ষী দিবে
আমার পুরো হৃদয় জুড়ে তুমি মিশে আছ,
তাই আর কাউকে দেখিনা
কাউকে ভাবিনা
শুধু তোমাতে আত্মহারা।
প্রভাতের প্রথম স্নিগ্ধ হাওয়ার মত
সদ্য ফোটা প্রস্ফুটিত ফুলের মত
আমার বিশুদ্ধ প্রেমের প্রথম প্রণয়োপখ্যান-
আমি তোমাকে ভালবাসি।
নুর হোসেন রুবেল।