দৃষ্টির ওপারে মার্তণ্ডের গমন
আকাশ জুড়ে অন্ধকার নামে-
পৃথিবীতে নৈরাশ্যের নগ্ন নৃত্য চলে
টানাপোড়নের অমিমাংসিত হিসেব
হৃদয়ে পড়ে থাকে পুরানোকীর্তির অবশিষ্টাংশ পূর্বসূরিদের হাতছানি
পায়ের তলার মাটি সরে যায়
কলমি লতার ডগাগুলোর লাফিয়ে লাফিয়ে চলে শূন্যলতাগুলো আরো উজ্জ্বলতর হয় বর্ষার জল কচু পাতায় আজো জমেনা অন্তঃচক্ষু বেশ ক্লান্ত,
মহাকালের অতৃপ্ত লোভ,অনিঃশেষ বাসনা
প্রতিনিয়ত অজুহাত খোঁজে,
রাখালের বাঁশির সুরে নিঃশেষের ঘোর অমানিশা নামে পরগাছা শিকড় থেকে শিখরে আরো রুষ্টপুষ্ট হয়,
সময় টেনে টেনে পরগাছা চিবিয়ে খায়,
সময়ের অন্ধকার গর্ভ-চিরস্মৃতিহীন কাউকে মনে রাখার দায় সময়ের কাছে মূল্যহীন।