তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে ৭৫তম ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছে। এছাড়াও মতলব উত্তর উপজেলায় একটা অত্যাধুনিক আইটি সেন্টার করে দিচ্ছে সরকার। এখান থেকে ছেলে মেয়েরা হাতে কলমে শিক্ষা নিয়ে ঘরে বসেই চাকুরি বা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে। তিনি আরো বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামি দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি বলব ভালো করে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এস. এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ মামুনুর রশিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ১১নং পশ্চিম ফতেপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আইয়ুব আলী মোল্লা, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাজির আহম্মেদ মাষ্টার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকতার হোসেন, বি. পি.এড। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক নূর জাহান, সিনিয়র শিক্ষক আ.ন.ম. গোলাম মোস্তফা, আফিয়া সুলতানা। সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক রাবিয়া আক্তার ও সহকারী শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।
মাঠ সজ্জায় ছিলেন, সিনিয়র শিক্ষক আ.ন.ম. গোলাম মোস্তফা, মোঃ যাকারিয়া, সহকারী শিক্ষক এস.এম মাহফুজ, আব্দুল কাদের, আব্দুল হালিম। অতিথি অভ্যর্থনায় ছিলেন, সহকারী শিক্ষক আল আমিন, মিজানুর রহমান, উম্মে মাহিনুরসহ সকল শিক্ষকবৃন্দ।