আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলায় জেলা পরিবার পরিকল্পনা ও পাথ পাইন্ডারের নিবেদনে কমিউনিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি উপজেলার ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন পরিষদে এ সভা সম্পন্ন হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীররুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী শেখের স ালনায় প্রধান অতিথি ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, ৮নং ইউনিয়ন সচিব সিদ্দিকুর রহমান, কড়ৈতলী আলিম মাদ্রাসার শিক্ষক আলিফ খান, ৩নং ওয়ার্ড মেম্বার সেলিম জিতুসহ স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন কর্মকর্তা, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রধানমন্ত্রী যে স্বাস্থসেবা নিশ্চিত করেছেন, আমরা সকলে স্বাস্থসেবা গ্রহণ করে শতভাগ সুস্থ থাকার চেষ্টা করো, আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সকলের কাছে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করার ১০০% নিশ্চিত করতে হবে, সকলের পরিবার পরিজনকে সচেতন করতে হবে। সন্তান জন্মের আগে ও পরে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সকলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পাশাপাশি সচেতনার বার্তা পৌঁছে দিতে হবে।