স্টাফ রিপোর্টার:
মেয়াদ উত্তীর্ণ ওষধ পাওয়ায় এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মুছে নতুন করে তারিখ বাড়িয় লেখার অপরাধে চাঁদপুর শহরের জার্মাণ হোমিও হলসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, আজ শহরের জে এম সেনগুপ্ত রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক জার্মান হোমিও হলকে মেয়াদোত্তীর্ণ মেডিসিন পাওয়ায় ১৫ হাজার টাকা, পপুলার হোমিও হলকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৩ হাজার টাকা এবং টেস্টি ট্রীটকে মেয়াদোত্তীর্ণ কেক এর মেয়াদোত্তীর্ণ তারিখ মুছে নতুন করে তারিখ বাড়িয়ে লেখার অপরাধে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।