রহমান রুবেল:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের হাজারো নেতাকর্মী।
চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের হাজারো নেতৃবৃন্দ মিছিল নিয়ে যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর থেকে মিছিল নিয়ে প্রথমে রাজধানীর বাইতুল মোকারম এলাকায় জড়ো হয় নেতাকর্মীরা। সেখান থেকে আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অরুপ কর্মকার, বাদল নন্দী, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক মাসুদ পারভেজ, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌর যুবলীগের হায়দার পারভেজ সুজন, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমরান চৌধুরী, উত্তম কুমার ঘোষ, গোলাম মোস্তফা, মতলব পৌর কাউন্সিলার সরোয়ার সরকার লিটন, আহসান মৃধা, মতলব পৌর যুবলীগ নেতা সবুজ সরকার, যুবলীগ নেতা ঢালী শুক্কুর, জাহাঙ্গীর আলম শাওনসহ হাজার হাজার নেতৃবৃন্দ।