স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্র্রপতি পল্লীবন্ধু মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিপনীবাগস্থ পার্টি হাউজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।
তিনি বলেন, ১৯৩০ সালের ২০ মার্চের এই দিনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্ম নিয়েছেন। পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ। পল্লীবন্ধু এরশাদ এদেশের জনগণের ও দেশের উন্নয়নে দিবারাত্রি ৬৮ হাজার গ্রাম চষে বেড়িয়েছিলেন, হাটু পরিমাণ পানি দিয়ে বন্যায় সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে তাদের দুঃখের অংশীদার হয়েছেন। আজও এরশাদ দেশের মানুষ মনের গভীরে রয়েছেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান। তিনি বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নের রূপকার। আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে এ দেশের উন্নয়ন কর্মকাÐ শুরু হয়। ২০১৯ সালের ২৪ জুলাই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তিনি আরো বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর দেশ একটি ক্লান্তিকাল পার করছিলো। তখনি দেশের দায়িত্বভার গ্রহণ করেন। ২৪ মার্চ ১৯৮২ সালে তৎকালীন রাষ্ট্রপতি দায়িত্বভার অর্পন করেছে। তখন সকল রাজনৈতীক দল বিরোধিতা করেছিল। তিনি মুসলিমদেন কথা চিন্তা করে শুক্রবারকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন। হুসেইন মুহাম্মদ এরশাদ দেশবাসীর পানির বিল, বিদ্যুৎ বিল মওকুপ করেছেন। তিনিই প্রথম গুচ্ছ গ্রাম বাংলাদেশে চালু করেছেন। পথশিশুদের জন্য ট্রাস্ট গঠন করেছিলেন। তার কারণ ছিল ওই শিশুরা বড় হয়ে চুরি, ডাকাতি না করে তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে সে জন্য। পরবর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে সেই ট্রাস্ট বন্ধ করে দিয়েছে। হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের অনেক কিছুর উন্নয়নের ভিত্তি করে গেছেন। এখন আপনারা পরের কাঁধে ভর করে চলছেন। একবার চিন্তা করেন কার আমলের উন্নয়ন আজকে আপনাদের নাম দিয়ে বাহাবা নিচ্ছেন। চাঁদপুরে আজ জাতীয় পার্টি এক ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সবাই নাঙ্গলে বিজয় নিশ্চিত করে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করবো।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. আজিজুর রহমান শামীম, হাজী আবুল হোসেন দর্জি, মো. দেলোয়ার হোসেন খান, তথ্য ও গবেষণা সম্পাদক রায়হান মাহমুদ, যুগ্ম প্রচার সম্পাদক মো. মমিন শেখ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহŸায়ক অ্যাড. জিসান আহমেদ রিপন, সদস্য সচিব মো. কামরুল ইসলাম, সদস্য মো. মিজানুর রহমান গাজী, রাজিব কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাইনুদ্দিন খান জুয়েল। পরে মরহুম আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বি এম ওমর ফারুক, সদস্য মো. শাহজালাল পাটোয়ারী, অ্যাডঃ মো. কামাল হোসেন, নুরুজ্জামান কালু, মো. সাগর মিয়া, আব্দুল হক ব্যাপারী, পৌর ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির প্রচার সম্পাদক বিটু ছৈয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ ঢালি, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সিরু ছৈয়াল, সাধারণ সম্পাদক সেন্তু বেপারী, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা সদস্য আল আমিনসহ আরো অনেকে।