স্টাফ রিপোর্টার:
অবশেষ করোনা ভাইরাস চিন্তার সুস্পষ্ট কারণ হয়ে দাঁড়ালো। সনাক্ত হলো প্রথম কোনা রোগী।
৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুর। সে নারায়নগঞ্জে বসবাস করতো। বিয়ে করেন মমতলব উত্তরে। নারায়নগঞ্জে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল জ্বর নিয়ে মতলব উত্তরের শ্বশুর বাড়ি চলে আসে সে।
সন্দেহভাজন রোগী হিসেবে গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে জানায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ।
প্রসঙ্গত, ৯এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক।