তুহিন ফয়েজ:
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আগামি ৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা হবে। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনার সরকার। গতকাল শনিবার সকালে মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা বিস্তারে শিক্ষার উন্নয়নে এই খাতকে আরো আধুনিকায়ণ করছেন এবং মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন সরকার। প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবে রূপান্তরিত হয়েছে। যার সুফল বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভোগ করছেন। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে জানান তিনি। ওই সময় প্রতিমন্ত্রী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণসহ বিদ্যালয়ের সকল উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার (কাজল) ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে ও সদস্য সচিব মহসীন সরকারের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান খাঁন, কর্নেল মোঃ ছানা উল্লাহ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন এ এসপি মতলব সার্কেল মোঃ ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, সাংবাদিক শামছুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিনসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী।