এইচ.এম নিজাম:
দৈনিক শপথ-এর সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক কাদের পলাশের প্রথম উপন্যাস রোদে পোড়া পালিশ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সুজন কবির, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহিদ পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, কবি ও গবেষক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া।
উল্লেখ্য, এর পূর্বে সাংবাদিক ও সাহিত্যিক কাদের পলাশের পাঁচটি গল্প ও সাহিত্যিক বই প্রকাশিত হয়। যার মধ্যে একক সম্পাদনায় তিনটি ও যৌথ সম্পাদনায় দুইটি বই রয়েছে। যা সাহিত্য অঙ্গনে ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে।