চট্টগ্রামের কৃতি সন্তান কাতার প্রবাসী ও তরুণ উদ্যোক্তা বেলাল উদ্দিন চৌধুরীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আল তামরিদ ক্লিনিং, ট্রেডিং এন্ড হসপিটালিটি’ কম্পানির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা আল-মানসুরার গালফ এক্সচেঞ্জ-এর বিপরীত পাশে আলীবাবা রেস্টুরেন্টের উপর তলায় পিতা কেটে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং স্বত্বাধিকারী বেলাল উদ্দিন চৌধুরী।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বেলাল উদ্দিন চৌধুরী বলেন, এই কোম্পানি আগামীতে বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই ব্যাপারে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ কামরুল হাসান বলেন, আমাদের ‘আল তামরিদ ক্লিনিং, ট্রেডিং এন্ড হসপিটালিটি’কোম্পানি কর্মহীন অসহায় বাঙ্গালীদের পাশে থাকবে, যাদের কাজ নাই আমাদের সাথে যোগাযোগ করলে কাজের ব্যবস্থা করা হবে। এই কোম্পানিতে হসপিটাল, এয়ারপোর্ট মেট্রোরেলসহ কাতারের গুরুত্বপূর্ণ স্থানে ক্লিনিং-এর কাজ রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে ক্যাটারিং সার্ভিস, হুকুমি সার্ভিস, মোবাইল শপ ও ট্রেডিং সার্ভিস।
এসময় আরো বক্তব্য রাখেন, কোম্পানির এইচ আর ম্যানেজার মুহাম্মদ আইয়ুব, বিজনেস পার্টনার ফিরুজ আলম নেপালী, মানবিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ টিটু।
আগত অতিথিরা তাদের বক্তৃতায় আশা প্রকাশ করে বলেন, ‘আল তামরিদ ক্লিনিং, ট্রেডিং এন্ড হসপিটালিটি’ কোম্পানিটি কাতারে বাংলাদেশি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন কর্মকর্তা কর্মচারীসহ সকল শুভাকাঙ্খী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইউসুফ পাটোয়ারী লিংকন