কচুয়া সংবাদদাতা :
কচুয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বড় হয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়েটির বাবা জামাল হোসেন বাদী হয়ে ধর্ষক রাসেল মিয়ার (১৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা যায়, আসামী রাসেল ছয় বছরের শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রাসেল বড় হয়াৎপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৭জুন রোববার দুপুরে ধর্ষক রাসেল মিয়া আইসক্রিম দিবে বলে ফুসলিয়ে পার্শ্ববর্তি অঞ্জলী রানীর বাড়ীর পশ্চিম উত্তর দিকে ধইঞ্চা ক্ষেতে নিয়া যায়। সেখানে নিয়ে জোর পূর্বক শিশুটিকে ধর্ষণ করে রাসেল। এসময় শিশু মেয়ের চিৎকার শেনে অঞ্জলী রানী এগিয়ে আসে। এসময়ে লম্পট রাসেল দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ফায়সালার চেষ্টা করে ধর্ষকের পরিবার।
সবশেষ স্থানীয় ইউপি সদস্যে ও এলাকাবাসী রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে বাদী জামাল হোসেন জানান, আমার মেয়ে অবুঝ। বয়স মাত্র ৬ বছর। তাকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে রাসেল আমার এই শিশু বাচ্চাটিকে নির্যাতন করেছে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক মিয়া বলেন, এঘটনার সঠিক বিচার হোক এলাকাবাসীর মতো আমিও একই দাবি জানাই।