মোঃ নাছির উদ্দিন:
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর স ালনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি একটি নীল নকশার নির্বাচন করে ক্ষমতায় এসে দেশকে নরকে পরিণত করেছিলো। সেই পরাজিত অপশক্তি বিএনপি জামাত আবারো দেশে নৈরাজ্য সৃষ্টি ও আগুন সন্ত্রাসের মতো অপকর্মে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ড. সেলিম মাহমুদ বলেন, একটি চিহ্নিত চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলীল বাদল।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানমসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।