আবু ইউসুফ:
আকিজ গ্রুপ অব কোম্পানীর ভ্যান চালক শাহজাহান। ডাক নাম কবির। খেটে খাওয়া মানুষ। বয়স ষাট ছুঁই ছুঁই। এখন মনে দারুণ প্রেম খেলে যায়। মুখে মুচকি হাসে সে কথা বলে দেয় অবলিলায়। সহজ মনের প্রেমিক মানুষও বলা যায়। অবশ্য দেশ নিয়ে ভাবেন। যেমনি নিজের কথা কথাও ভাবনার অন্তরায়।
সম্প্রতি তিনি আলাপচারিতায় বলেন, স্বাধীনতার সময় আলবদর দেখেছি। কিন্তু ঐসব আলবদর রাজাকারের বেশে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। তবে হাশিম চেয়ারম্যান মুক্তিদের গোপনে সহযোগিতা করে আসছিল।
দেশের পরিস্থিতি বর্তমানে মোটেও ভালো নেই। দিন দিন মানুষের অবস্থা দেশে নিচের দিকে যাচ্ছে। আমি আওয়ামীলীগ বিএনপি বুঝি না, সরকারের দোষ দিয়ে লাভ নেই। করোনা ভাইরাসের কারণে এবং বন্যায় মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমি কাজে থাকার কারণে পরিবার ভালো আছে। স্ত্রীও খুব খুশি।
হঠাৎ স্মৃতিতে ডুব দেন কবির। তখন তিনি ২৩বছরের টকবগে যুবক। পারিবারিক ভাবে ছয় বছরের চাচাতো বোনের সাথে বিয়ে হয়। বিয়ের পরপরি কবির চলে যান ঢাকায়। মামার সাথে কাটিয়ে দীর্ঘ সময়। বাড়ি থেকে চিঠি পাওয়ায় বিয়ের প্রায় ১৪ বছর পর বাড়ি ফিরেন। ১৪ বছরের মধ্যে সবসময় তার (স্ত্রী) কথা মনে পরত। তার এই কম বয়স আমাকে ধৈর্য্য শিক্ষা দিয়েছে। সে শিক্ষায় জীবনটাকেও গুছাইতে কোন সমস্যাও হয় না বলছিলেন ভ্যান চালক কবির।
তিন ছেলে এক মেয়ের জনক শাহাজাহান কবির। রিক্সা বা ভ্যান চালিয়েই সংসারের ভরণ-পোষণ করছেন এবং দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। এক মেয়ে বিয়ে দিয়ে ভালোই কাটছে জীবন।