দৈনিক শপথ রিপোর্ট
তথাকথিত জ্বীনের বাদসা নামে ভুয়া এক করিবাজকে কচুয়ার দুটি পরিবারের কাছ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লার গৌরিপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল। আটককৃত আসামীর নাম মোঃ জাকির হোসেন। সে বরিশালের বানারীপাড়া এলাকার সলিয়া বাকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। এমনকি তার পায়তারার শিকার এক ভুক্তভোগীর অজান্তেই তার বড় মেয়েকে জ্বীনের বিভিন্ন কথা বলে প্রভাবিত করে কোন ধরণের কাবিন ও সাক্ষী ছাড়াই গোপনে বিয়ে করেছেন তিনি! র্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১১ দেওয়া তথ্য মতে, চাঁদপুরের কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েকে সন্তানদের ভালো পড়াশোনা নিশ্চিতের জন্য ২০১৩ সালে নারায়নগঞ্জে বসবাস শুরু করে। স্বামি প্রবাসী হওয়ায় ২০২০ সালের অক্টোবরে করোনাকালে তাৎক্ষনিক বিভিন্ন সহযোগিতা প্রাপ্তির আশায় জাকির হোসেনের সাথে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জের পাইনাআদি পাড়ার নতুন মহল্লার আনোয়ারা মঞ্জিল ২৫৩ বাসায় ৬ষ্ঠ তলায় সাবলেটে উঠেন। সাবলেট প্রতিবেশীর সাথে আলাপচারিতায় ভুক্তভোগী নিজের একটি শারিরীক ব্যাধির কথা জানান সাবলেট প্রতিবেশী নারীকে। সেই নারী তাকে অভয় দেন। কারণ তার স্বামীই নাকি বিভিন্ন রোগের ঝার ফুঁক করেন! বিশ্বাষ করে ওই নারী প্রতিবেশীল কথায় তার স্বামী জাকির হোসেনের শরণাপন্ন হন। এসময় জাকির হোসেন ভুক্তভোগীকে জানান তার ওপর ভর করে জ্বীনের মহান বাদশা। ডাকলেই জাকিরের কাছে চলে আসে একের পর এক জ্বীন। আর এসব কথা শুনে কথিত কবিরাজের ভক্ত হয়ে যান ওই নারী। তাই নিজ মেয়ের একটি সমস্যা নিয়ে তিনি জাকিরের কাছে যান। তবে জাকির এবার ঝাড়ফুঁক নয়। করেন আরো বড় কিছুর আয়োজন। প্রাথমিকভাবে নিজ খরচেই ব্যবস্থা করেন জ্বীন আমন্ত্রণের আয়োজন। কিন্তু প্রথমবার কথিত জ্বীন এসে যা বলে গেলো তাতে তোলপাড় শুরু হয়ে যায় জনৈক ভুক্তভোগি পরিবারে। আবারো তিনি শরণাপন্ন হন জাকিরের। কারণ তার ধারণা সমস্যার সমাধান না করলে মেয়ের ঘোর বিপদ অবশ্যম্ভাবী। জাকির জানান আবারো তিনি জ্বীনের বাদশাকে ডাকবেন। তবে এবার ডাকতে দাবি করেন ৫ লাখ টাকা। অন্ধভক্ত জনৈক ভুক্তভোগী মেয়েকে বাঁচাতে তাতেই রাজী হয়ে যান। জাকিরের হাতে তুলে দেন ৫ লাখ টাকা। এবার জাকির আবারো জ্বীনের বাদশাকে আমন্ত্রণের করে পূর্ব নির্ধারিতভাবেই ফের জ্বীনের বাদশা জাকিরের শরীরে ভর করলো। এবার জ্বীনের বাদশা জাকিরের মুখ দিয়ে বললো-জনৈক ভুক্তভোগি মেয়ের ওপর ভর করা সেই বদজ্বীনকে পাতিলবন্দী করতে হবে। শুধু তাই নয় জ্বীনের বাদশা আরো জানালো ভুক্তভোগীর অন্যান্য ছেলেমেয়ের মধ্যেও আরো কয়েকটি ভয়ংকর খন্নাস জ্বীন ভর করে আছে। পাতিলবন্দী করতে হবে তাদেরও! যার জন্য প্রয়োজন তিন মাসের মধ্যে ২৫ লাখ টাকা। নয়তো কয়েক দিনের মধ্যেই পুরো পরিবারকে একে একে মেরে ফেলবে সেসব বদজ্বীনেরা। অন্যদিকে যদি বদজ্বীন বিতাড়িত হয়ে যায় তবে জনৈক ভুক্তভোগি পাবে জীনদের লুকায়ীত গুপ্তধন। সন্তানদের প্রান বাঁচাতে ও গুপ্তধনের লোভে নিজের সকল গহনা, জমানো টাকা ও আতœীয়দের নিকট হতে ধার করে তিন মাসের মধ্যেই ২৫ লাখ টাকা জাকিরের হাতে তুলে দেন ওই ভুক্তভোগী আর বদজ্বীনরাও হয় পাতিলবন্দী। বদজ্বীন বন্দী সেসব মাটির পাতিল নিজ চোখে দেখে বেশ তৃপ্ত হন জনৈক ভুক্তভোগী। এরই মধ্যে জানুয়ারি ২০২১ সালে জনৈক ভুক্তভোগী বাসা পরিবর্তন করে একই এলাকায় হোল্ডিং নং-১৬৩, বøক-সি পাইনাদি নতুন মহল্লা সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জের বাসায় উঠেন।
পরে ২০২১ সালের মার্চ মাসে চাঁদপুর কচুয়া গ্রামের বাড়ি থেকে ওই ভুক্তভোগীর বাসায় বেড়াতে আসে তার বোনের মেয়ে। জাকিরের চোখ পড়ে বোনের মেয়ের দিকে। কারণ এবার বোনের মেয়ে ওপরও ভয়ংকর জ্বীনের আছর দেখতে পেয়েছেন তিনি! বিষয়টি তিনি একান্তে ওই ভুক্তভোগীকে ডেকে জানান। বোনের মেয়ের এমন বিপদে আবারো বিমর্ষ হয়ে পড়েন রোমানা। বোনকে জানান তার মেয়ের বিপদের কথা! বোনও আতঁকে ওঠেন এমন আচমকা বিপদ সংকেত পেয়ে। তবে এবার ভুক্তভোগীর বোনকে অভয় দিয়ে বললেন মুশকিল আসানের উপায়। জানালেন জাকিরের কেরামতির কথা। তাই রোমানার সেই বোনও এবার শরণাপন্ন হলো জাকিরের। জাকিরের মাধ্যমে কথিত জ্বীনের বাদশা জানালো আবুল খায়েরের ছেলে মেয়েদের ওপর ভয়ংকর জ্বীনের আছর আছে। সেসব জ্বীনকে শীঘ্রই পাতিলবন্দী করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। এসব শুনে বেশ ঘাবড়ে গেলেন গ্রাম্য আবুল খায়ের। তবে জ্বীনের বাদশা আশার বাণীও শোনালেন। কৃষক আবুল খায়েরের মধ্যে নাকি জ্বীনের বাদশা এক অলৌকিক চিহ্ন দেখতে পেয়েছে। কিছু সাধনা করলে আবুল খায়ের হয়ে যেতে পারবেন অদৃশ্য জগতের মহা ক্ষমতার অধিকারী। তখন সে যা চাইবে তাই হবে। ছেলে মেয়েদের জীবন বাঁচানোর জন্য ও অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য জমানো অর্থ, জমি-জামা বিক্রি ও লোন করে ৬ মাসে বিভিন্ন ধাপে জাকিরের হাতে তুলে দেন ৫০ লাখ টাকা। বিভিন্ন ধাপে টাকা প্রাপ্তিতে জাকির পূর্ব পদ্ধতি অবলম্বন করে একে একে সব কটি জ্বীনকে পাতিল বন্ধি করে। তবে খায়ের সাহেবের অলৌকিক শক্তি প্রাপ্তির অপেক্ষা শেষ হয় না। এমতাবস্থায় খায়ের সাহেব জাকিরের সাথে যোগাযোগ করলে জাকির জানায় খায়ের সাহেবকে অলৌকিক শক্তির অধিকারী করার জন্য জাকিরকে ১০০টি নদীর পানিতে শুকর ও চিলের হৃদপিন্ড দিয়ে সাধনা করতে হবে, যার জন্য প্রয়োজন আরও ২০ লাখ টাকা। টাকা সংগ্রহের কোন পথ না পেয়ে খায়ের সাহেব এবার বিষয়টি তার বড় ছেলেকে জানায়। আবুল খায়েরের ছেলে বুঝতে পারেন তার পরিবার ভয়ানক প্রতারণার শিকার হয়েছে।
এমতাবস্থায় তার ছেলে গত ২২ জানুয়ারি র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১১, সিপিসি-২। পরে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ২৮ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার গৌরিপুর বাসস্ট্যান্ড হতে কথিত জ্বীনের বাদশা মোঃ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয় র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নারায়ন গঞ্জের বাসা হতে কথিত জ্বীন বন্দীর কাজে ব্যবহৃত অসংখ্য মাটির পাতিল তাবিজ কবজ ইত্যাদি উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মূলত ১৯৯৫ সালে ঢাকা আসেন জাকির এবং দীর্ঘ ৭ বছর বাসের হেলপার হিসেবে কাজ করেন তিনি। এরপর বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালালের কাজ করতেন। পাশাপাশি চোরাই মোবাইলের কারবারও করতেন মুগদার একটি বাসায় থেকে। ইতোমধ্যে ২০১৫ সালে চাঁদপুরের হাইমচরের নূরজাহানকে বিয়েও করেন। ২০২০ সালে করোনা মহামারী শুরু হলে তার সকল ব্যবসা বন্ধ হবার উপক্রম হলে সস্তায় সাবলেট বাসা নেন নারায়ণগঞ্জে। বিভিন্ন বই পড়ে এবং মাজারের ফকিরদের দেখে জ্বীন ও ঝাড়ফুঁক সম্পর্কিত বিভিন্ন ধারণা নিয়ে ওঝা সেজে বসেন অষ্টম শ্রেণি পাশ জাকির। কোরআন শরীফ পড়তে না জানলেও আজগুবি সব মন্ত্র বলে ঝাড়ফুঁকের নাটক করতেন। আর বিভিন্ন মাটির পাতিল, প্রাণির হাড়গোড় ইত্যাদি বস্তু ব্যবহার করে নাটকীয় কারবার করে ভুক্তভোগীদের প্রভাবিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। এতোদিন ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বরিশালে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে বানিয়েছেন প্রসাদসম একটি বাড়ি। যার ১ম তলার ভিতর ও বাহির টাইলস করাসহ কাজ সম্পন্ন করেছে এই টাকা দিয়ে। এমনকি ১ম ভুক্তভোগীর অজান্তেই তার বড় মেয়েকে জ্বীনের বিভিন্ন কথা বলে প্রভাবিত করে কোন ধরণের কাবিন ও সাক্ষী ছাড়াই গোপনে বিয়ে করেছেন তিনি! যেহেতু তার মূল বাড়ি সম্পর্কে কোন তথ্য ভ‚ক্তভোগীদের নিকট ছিলোনা। তাই বাকি ২০ লাখ টাকা আদায় করে সে একে বারে নারায়নগঞ্জ ত্যাগ করে বরিশালে বসবাসের পরিকল্পনা করেছিলো।
র্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আজ,
বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।