বিশাল দাস:
মাত্র অষ্টম শ্রেণি পাস নারীরা স্বল্প খরচে সরকারি ভাবে হংকং এ চাকুরীর সুযোগ পাচ্ছেন। থাকা খাওয়া ফ্রিসহ পাবেন অর্ধলক্ষাধিক টাকা বেতন। সারাদেশসহ চাঁদপুরের ২০(বিশ) হতে ৩৫(পঁয়ত্রিশ) বছর বয়সী নারীরা পাচ্ছেন এ সুযোগ। এক্ষেত্রে খরচ হবে মাত্র দেড় লাখ টাকা। ভিসার মেয়াদ বা কাজ করার সুযোগ থাকছে দুই বছর। সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর তরফ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। বোয়েসেল মহাব্যবস্থাপক মোঃ সেলিম মোল্লার স্বাক্ষরিত নোটিসে আরো জানানো হয়, সম্পূর্ন সরকারী ভাবে দুই বছর (নবায়নযোগ্য) মেয়াদে হংকং এ মহিলা ডোমেস্টিক হেলপার (ঋবসধষব উড়সবংঃরপ ঐবষঢ়বৎ) নিয়োগে প্রশিক্ষন চলছে এবং প্রশিক্ষন শেষে থাকছে চাকুরির নিশ্চয়তা। এতে তিন মাস মেয়াদী প্রশিক্ষন শেষে আকর্ষণীয় বেতনে হংকং এ নিশ্চিত চাকুরীর সুযোগ রয়েছে। ২০-৩৫ বছর বয়সের মধ্যে নারীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। প্রশিক্ষনের সময় থাকা খাওয়া ও বাসস্থান সুবিধাসহ ৩ মাস মেয়াদী হাউজ কিপিং ও ক্যস্তনিজ ভাষার উপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন দেওয়া হবে। হংকং এ চাকুরী নিশ্চিত হওয়ার পর সকল প্রকার চিকিৎসা, যাতায়াত ও খাওয়া খরচ নিয়োগকর্তা বহন করবেন। প্রশিক্ষন শেষে অর্থের সংকট দেখা দিলে চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী প্রবাসী কল্যান ব্যাংক থেকে শর্তসাপেক্ষে ঋন নিতে পারবেন।
তবে ্এর আগে হংকং এ যেতে আগ্রহী মহিলাদের ৩ মাসের মেয়াদী প্রশিক্ষনে অংশ নিতে হবে। এ প্রশিক্ষণেও ভর্তি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদের নাম : মহিলা ডোমেস্টিক হেলপার (ঋবসধষব উড়সবংঃরপ ঐবষঢ়বৎ) , মাসিক বেতন : সর্বসাকুল্যে হংকং ডলার ৪৬৩০ (৫১,০০০/- টাকা প্রায়), সাপ্তাহিক কাজের দিন ঃ দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬(ছয়) দিন, চাকুরীর মেয়াদ ঃ ২(দুই) বছর (নবায়নযোগ্য)। খাওয়া ও বাসস্থান ঃ নিয়োগকর্তা বাসস্থান, খাওয়া ও যাতায়াত ব্যয় বহন করবেন। চিকিৎসা ব্যয়ও নিয়োগকর্তা বহন করবে।
এছাড়া প্রশিক্ষণে থাকা খাওয়া ও বাসস্থান সুবিধাসহ ৩মাস মেয়াদী হাউজ কিপিং ও ক্যস্তনিজ ভাষার উপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী প্রবাসী কল্যান ব্যাংক থেকে শর্তসাপেক্ষে ঋণ নিতে পারবেন। হংকং যেতে খরচ পড়বে, বিমান ভাড়া ও অন্যান্য খরচসহ ট্রেনিং খরচ ১,৫০,০০০/- হাজার টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ ১৫,০০০/-(পনের হাজার) টাকা। পাসপোর্ট না থাকলেও আবেদন করা যাবে তবে নির্বাচিত প্রার্থীদের পরে নিজ দায়িত্বে পাসপোর্ট করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীদেরকে যড়হমশড়হমপানড়বংষ@মসধরষ.পড়স. ইমেইল এ বায়োডাটা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বায়োডাটার বিস্তারিত বোয়েসেল ওয়েবসাইট িি.িনড়বংষ.মড়া.নফ দেখুন।
যোগাযেগের ঠিকানা : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যান ভবন (৫ তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা ঢাকা-১০০০। ফোন নাম্বার ঃ +৮৮-০২-৪৮৩১৯১২৫, ৯৩৩৬৫০৮ ও ৪৮৩১৭৫১৫ (পিএবিএক্স) । বিশেষ বিষয় হচ্ছে বিদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোন এজেন্ট/সাব এজেন্ট/ প্রতিনিধি নেই বিধায় কারো সাথে কোন টাকা লেনদেন না করার জন্য অনুরোধও করা হয়।