মো. তুহিন ফয়েজ:
মতলব উত্তরে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক অরুন ভূইয়াকে (৫০) আটক করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে গত ১৪ জুলাই বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষিতা শিশু উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের বাসিন্দা।
ধর্ষিতার বাবা জানান, তার ৬ বছরের অবুঝ শিশু কন্যা বাড়ির পাশে ৪/৫ দিন আগে জালা ক্ষেত দেখতে যায়। সেখানে তাকে একা পেয়ে পার্শ্ববর্তী মৃত আব্দুল কাদির ভূইয়ার ছেলে ধর্ষক অরুন ভূইয়া জোর পূর্বক তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এতে তার গোপনাঙ্গ ক্ষত বিক্ষত হয়।
পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যকে জানালেও বিচার না পেয়ে ১৪ জুলাই ধর্ষিতার বাবা মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ভিকটিমের সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাৎক্ষণিক একটি নিয়মিত মামলা রুজু করেন। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জন্য সাড়াশী অভিযান পরিচালনা করেন। পরে এসআই মো. মোবারক আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষক অরুন ভূইয়াকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, অভিযোগ পেয়ে আসামীকে আটকের জন্য আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করি। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপার্দ করা হয়।