বিল্লাল ঢালী:
নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পে কৃষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে সদর উপজেলা কৃষি অফিস। প্রশিক্ষণে মোট ৬০জন কৃষক প্রশিক্ষণ নিচ্ছে। ৩১ মে শুরু হয়ে প্রশিক্ষণটি তিন দিন চলবে। চাঁদপুর সদর থেকে ২০জন প্রদর্শনী কৃষক এবং তাদের প্রতিবেশী থেকে আরো ৪০জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
প্রশিক্ষণ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতা খরিপ-১ এবং খরিপ-২ মৌসুমী আঊষ এর জন্য পাঁচটি প্রদর্শনী, সবজির জন্য তিনটি প্রদর্শনী, জৈব কৃষি জন্য চারটি প্রদর্শনী ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রদর্শনী থেকে একটি কম্পোস্ট সারের দুটি প্রদর্শনী এবং রোপা আমনের জন্য পাঁচটা প্রদর্শনী পেয়েছি। এই প্রদর্শনীভূক্ত ২০জন কৃষকসহ তাদের প্রতিবেশী আরো ৪০জন কৃষকসহ মোট ৬০জনকে নিয়ে আমরা প্রশিক্ষণ আয়োজন করেছি। প্রশিক্ষণে কিভাবে আউশের ফলন বৃদ্ধি করা যায়, কিভাবে সবজির আবাদ বৃদ্ধি করা যায় বা ফলন বৃদ্ধি করা যায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা যায় সে বিষয় পরামর্শ দেয়া হচ্ছে। আমরা কিভাবে জৈব কৃষি করতে পারি রাসায়নিক সার কম দিয়ে আমরা কিভাবে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার করতে পারি তার ওপর আমরা এ প্রশিক্ষণ আয়োজন করেছি।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষক প্রতিদিনের জন্য ৩০০ টাকা সম্মানী এবং তাদের যাতায়াত খরচ বাবদ আরো ১৫০ টাকা পাবেন।