বিল্লাল ঢালী:
শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর শহরের ১৮০ পরিচ্ছন্নতা কর্মী পেলো রেইনকোটসহ সুরক্ষা সামগ্রী। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জে সেন সেনগুপ্ত রোডের বাস ভবনের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ডাঃ দীপু মনির পক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা, এড. সাইফুদ্দিন বাবু, যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ প্রমূখ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, রেইনকোট, গ্রামবুট, চশমা, মাস্ক গ্লাভস ইত্যাদি।