রিয়াজ শাওন
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। প্রতিটি খাতে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে ডিজিটাল বাংলাদেশ। জলে-স্থলে কিংবা মহাকাশে সব জায়গাই এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু র্দুভাগ্য হলেও সত্য চাঁদপুর সদর উপজেলার শাহমাহামুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্য শাহাতলী খন্দকার বাড়ির ব্রিজ থেকে রেললাইন পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘ ৪০ বছর ধরে কাঁচা হিসেবেই পড়ে রয়েছে। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাচ্ছে এই এলাকায় বসবাসকারি দুই হাজার মানুষ।
সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে পড়ে আবাদ উপযুক্ত জমির মত। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। কাঁদায় ভরে থাকে থাকায় বছরের বেশির ভাগ সময়ই এতে ভোগান্তিতে পোহায় সাধারণ মানুষ। বিশেষ করে অসুস্থ রোগিদের নিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। শুধু তা-ই নয়, বৃষ্টি হলেই ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাওয়া আসা বন্ধ হয়ে যায়।
রাইফুল ইসলাম নামে এক ছাত্র বলেন, কলেজ ড্রেস পড়ে বাড়ি থেকে বাহির হই কিন্তু রাস্তায় এসেই পিচলে পড়ে ড্রেস নষ্ট হয়ে যায়। এতে করে অনেক সময় কলেজে যাওয়ার বিপরীতে হাসপাতালেও যেতে হয়। মির্জা হাফিজ নামে আরেকজন বলেন, এই রাস্তার মত এত খারাপ রাস্তা বাংলাদেশের কোথাও নাই বলে আমার মনে হয়।
এই এক কিলোমিটার কাঁচা রাস্তা পাঁকাকরন এখন গনমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই জনগনের দূর্ভোগ কমাতে রাস্তাটি যাতে অতিশীঘ্রই পাঁকা হয় সেই দাবি জানান স্থানীয়রা।
এই ব্যাপারে ৪ নং ওর্য়াডের মেম্বার মোহাম্মদ শফিক কারী বলেন, কিছুদিন আগে আমরা রাস্তাটি নিয়ে দুইটি আবেদন করেছি, আশা করি সংশ্লিষ্টরা সহসাই এই রাস্তার দিকে সুনজর দিবেন। আর এতে করে ওই এলাকার মানুষের ৪০ বছরের ভোগান্তি দূর হবে।
আজ,
সোমবার , ২৭ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।