মোঃ রুহুল আমিন:
চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ)-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আজ নিজ নির্বাচনী এলাকা (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসছেন। ২০২৩ সালে এটি তাঁর প্রথম সফর। এই সফরে তিনি ১৩-১৫ জানুয়ারি তার নির্বাচনী এলাকার(শাহরাস্তি-হাজীগঞ্জ) বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিগত ১০ জানুয়ারি সংসদীয় কার্যালয় হতে তাঁর স্বাক্ষরিত (সংশোধিত) সফরসূচি অনুযায়ী তিনি এই সফরে যে সকল উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তা হচ্ছে- সফরের শুরুরদিন ১৩ জানুয়ারি শুক্রবার তিনি সকাল ৭ টায় নির্বাচনী এলাকার উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন।
এই সফরের প্রথম কর্মসূচি হিসাবে বেলা সাড়ে ১১টায় তিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নস্থ কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ঐদিন বিকাল ৪টায় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজীগঞ্জ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন ১৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় দিনের প্রথম কর্মসূচি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর শ্যামলী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন, বেলা সাড়ে ১০টায় ধামরা-ফেরুয়া রাস্তার ভিত্তি প্রস্তরস্থাপন, বেলা ১১টায় নরিংপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বেলা সাড়েবার ঘটিকায় চিতোষী ডিগ্রী কলেজের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন উদ্বোধন এবং বেলা ৪টায় শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নস্থ সুচিপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন।
সফরের তৃতীয়দিন অর্থাৎ ১৫জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জের ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের তারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বেলা ১১টায় হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী স¤প্রসারণকৃত ভবন উদ্বোধন, দুপুর সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলা অফিসে সুহিলপুর স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ এবং উপজেলা সম্মেলন কক্ষের আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন, বিকাল ৩ ঘটিকায় হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তার স্থাপন এবং বিকাল ৪টায় হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী স¤প্রসারণ কৃত ভবনের শুভ উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।