মোঃ রুহুল আমিন:
আজ ২৪ জানুয়ারি ৩দিনের সফরে নির্বাচনী এলাকায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসছেন সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সফরে ২৪, ২৫ এবং ২৮ জানুয়ারি তিনি তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন। ২০২৩ সালে এটি তাঁর দ্বিতীয় সফরসূচি।
সফরের শুরুর দিন ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টায় তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা সাড়ে ১১টায় তিনি ৩নং কালচৌঁ মাড়কি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন, সাড়ে ১২টায় ১নং রাজারগাঁও কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন, দুপুর ১টা ৩০মিনিটে ৪নং কালচৌঁ সাকছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বিকেল সাড়ে ৩টায় হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল আরজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে হাজীগঞ্জ ত্যাগ করবেন।
এই সফরসূচির দ্বিতীয় দিন ২৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন, বেলা সাড়ে ১১টায় হাজীগঞ্জের ২নং বাকিলার শ্রীপুর বাজার টেকের হাট সড়কের উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে এলাকা ত্যাগ করবেন।
সফর সূচির ৩য় দিন ২৮ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, দুপুর ২টা ৩০ মিনিটে রায়শ্রী উত্তর ইউনিয়নের (মাদ্রাসাতুন সিরাতুন নববী) খামপাড় দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন, বিকেল সাড়ে ৩টায় শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামের প গ্রাম আজিজুর রহমান বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন। অতঃপর ঢাকার উদ্দেশ্যে এলাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, সফরের তৃতীয় দিন তিনি টেলি কনফারেন্সের মাধ্যমে এলজিইডি ও উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক বাস্তবায়নাধীন-শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন, টামটা দক্ষিণ ইউনিয়নের মুড়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এলজিইডি কর্তৃক সম্পাদিত পৌরসভার ঠাকুরবাজার (ইউএইচসি) জিসি হইতে যাদবপুর আর এন্ড এইচ নেটওয়ার্ক রোড উদ্বোধন, ভাবনার বাড়ির কর্ণার হতে আহম্মদনগর মাদ্রাসা ভায়া রাজারখাঁ বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর, রাজাপুরা আর এন্ড এইচ হতে দোপল্লা রাস্তার ভিত্তিপ্রস্তর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ হতে চিতোষী বাজার জিসি ভায়া মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে ২১৮০ মিঃ চেইনেজে ২০মিঃ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর এবং ৪নং কালচৌঁ সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।