স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে সদর উপজেলা বাগাদী ইউনিয়নও হরিনা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫মন জাটকাসহ দুটি ট্রাক জব্দ করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোবরক হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুমাস জাটকা সংক্ষনের অংশ হিসেবে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিছু অসাধু জেলে গোপনে নদীতে জাল ফেলে জাটকা নামক পোনা ইলিশ নিধন করছে। চাঁদপুর মডেল থানার পুলিশ গোপন সংবাদ পেয়ে সদর উপজেলা বাগাদী ইউনিয়ন ও হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালায় ।
এসময় তারা আনুমানিক ৩৫ মন জাটকা ইলিশসহ দুটি ট্রাক জব্দ করে মডেল থানায় নিয়ে আসে। পরে জাটকাগুলো চাঁদপুর শিশু সদন ও জেলা কারাগারে বিতরন করা হয়।