মেহেদী হাসান দিপু, ঢাকা :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৯ টি পরীক্ষাগারে নতুন করে আরও ৩ হাজার ৭৭৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এই নিয়ে বর্তমানে সারাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১ লক্ষ ৪৯ হাজার ২৫৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে নাম লেখিয়েছেন ৪১ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ১ হাজার ৮৮৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় পূর্বের নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫ টি। ২৪ জুন (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন।
ডা. নাসিমা সুলতানা জানান, মৃত ব্যাক্তিদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৩ জন, বয়স বিশ্লেষণে জানা গেছে ৯০ থেকে ১০০ বছর বয়সের ১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের ১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের ৪ জন। তাছাড়াও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ১ শত ২ জন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী IEDCR কর্তৃক দেশের সকলকে রেড জোন এলাকাভিত্তিক লকডাউনের সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে এবং বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে পর্যাপ্ত সুরক্ষার সাথে চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়।