মেহেদী হাসান দিপু, ঢাকা:

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮ শত ৭৩ জন। এই নিয়ে বর্তমানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২০ জন ইন্তেকাল করেছেন এবং সর্বমোট ইন্তেকাল করেছেন ৪ শত ৫২ জন।
২৩মে (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০ হাজার ৮৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকা বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ২ জন, ময়মনসিংহের ২ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ১ জন, খুলনায় ১ জন এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন।মৃত ব্যাক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সের ১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৩ জন,৩১ থেকে ৪০ বছর বয়সের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের ২ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৬ এবং এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৪৮৬ জন। নতুন করে আইসোলেশনে এসেছেন ৩৪৯ জন এর মধ্যে ছাড় পেয়েছেন ৫১ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৬ জন।সর্বমোট আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৫ শত ৩০ জন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী IECDR কর্তৃক প্রেস ব্রিফিংয়ে দেশের সকলকে কোয়ারান্টাইন এর সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। আরও বলা হয়েছে নিজেদের সুরক্ষা নিজের হাতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ।