মেহেদী হাসান দিপু, ঢাকা:
২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরও ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সারাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৯২৯জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১ জন। সর্বমোট মৃতের সংখ্যা ১৮৩ জন। ৫ মে (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন।
তিনি এক পর্যায়ে জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১ জন ছিলেন পুরুষ। মৃতব্যাক্তির বয়স ২১ থেকে ৩০এর মধ্যে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৮২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭১১ টি। তাছাড়াও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন। নতুন করে আইসোলেশনে এসেছেন ১২৮ জন এবং সর্বমোট আইসোলেশনে আছেন ১৬৯৩ জন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী IECDR থেকে দেশের সকলকে কোয়ারান্টাইন এর সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।