সুমন আহমেদ
হাট-বাজারের নাম শুনলেই আমরা মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু মতলব উত্তরে কাঁচা বাজারের বসে শুধু কবুতরের হাট। বাজারের নির্দিষ্ট একটি স্থানে শুধু শুক্রবারেই বসে এই কবুতরের হাট।
জানা যায়, উপজেলার আমিরাবাদ, একলাছপুর, সটাকীসহ তিনটি বাজারেই বসে কবুতরের জমজমাট হাট। মতলবের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও সৌখিন কবুতর প্রেমীরা এসব বাজারে বিভিন্ন জাতের কবুতর নিয়ে আসেন।
এ বিষয়ে বাজারের ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা বলেন, এসব হাটে সর্বনি¤œ ৩০০ থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়। মাঝে মধ্যে এর চেয়েও বেশি দামের কবুতর বাজারে ওঠে। হাটের দিন বাজার বসে বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ সময়ে এসব বাজারে কেনাবেচা চলে। মূলত দুপুরের পর থেকে এই হাটে বেচাকেনা বাড়তে থাকে। মতলব ও এর আশপাশের এলাকা থেকে লোকজন কবুতর নিয়ে এসব হাটে আসেন। এসব বাজারে বিভিন্ন ব্যক্তিরা যেমন তাঁদের পোষা কবুতর বিক্রি করতে আসেন, তেমনি পাইকারি বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন।
কবুতর হাটের বিষয়ে ক্রেতা সাংবাদিক আব্দুল আউয়াল নয়ন বলেন, দীর্ঘ অনেক বছর যাবৎ কবুতর লালন-পালন করি। কবুতর পালন করা শখের। আজকেও এক জোড়া কবুতর কিনেছি।
মুক্তিরকান্দী গ্রামের বিক্রেতা জসিম উদ্দিন বলেন, অনেক বছর যাবৎ কবুতর কেনা-বেচা করি। শুক্রবার আসলেই ছেংগারচর বাজারে চলে আসি। আমার আয়টা বড় কথা নয়। শখ থেকেই ব্যবসার সঙ্গে জড়িত।