স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির এপ্রিল মাসের জেলে চাল বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে চান্দ্রা বাজার স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করেন চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।
তিনি জানান, তার ইউনিয়নে ১৯৫৮ জন তালিকাভুক্ত জেলে রয়েছে। তার স্থলে জনপ্রতি ৪০ কেজি করে ১৩৭২ জন জেলেকে বরাদ্দ দেয়া হয়। কম বরাদ্দের চাল সমন্বয় করে দেয়া হচ্ছে। চাল বিতরণকালে পুলিশের একজন এসআইয়ের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স, ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।