স্টাফ রিপোর্টার:
গতদিন ১০ ধরে শুকুর(৬) নামে একজন পথশিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তার মা মুন্নী বেগম(৩৫)। নিখোঁজের বিষয়ে তার মা জানান, এই মাসের প্রথম দিকে শুকুর ও তার বোন চাঁদপুর বড় স্টেশনে ভিক্ষা করতে গেলে। সেখান থেকে শুকুর নিখোঁজ হয়। অনেক খোঁজেও তার কোন সন্ধান পাওয়া যায় না।
জানান যায়, সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শাহতলী রেলওয়ে স্টেশনে বসবাস করা গৃহহীন পথশিশু ফারজানাকে নিয়ে। সেই সংবাদটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নজরে আসলে। তিনি জরুরি ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের আশ্রায় প্রকল্পে ফারজানার পরিবার অস্থায়ী বসবাস করার ব্যবস্থা করে দেন। আলোচিত সেই পথশিশু ফারজানার ছোট ভাই শুকুর।
ফারজানার মা মুন্নী বেগম জানান, ডিসি স্যার এখানে থাকার ব্যবস্থ করে দিয়েছে। এখন এখানে থাকি। আগে তো স্টিশনে থাকতাম। পোলাপান ভিক্ষা করে অনতো। সেই গুলো দিয়া কোন রকম খাইয়া বাঁচতাম। এখনে তো কোন খাবারে ব্যবস্থা নাই। কতদিন না খাইয়া থাকা যায়। তাই শুকুর আর হের বোইনে গেছে স্টেশনে ভিক্ষা করতে। সেখান থেকেই শুকুর হারিয়ে গেছে। এখন আমরা কি করমু। আমরা গরীব মানুষ। সরকারের কাছে আমার অনুরোধ শুকুরে এটু খোঁজে দেক।