মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আয়োজনে গতকাল রোববার দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিরাজ মাহমুদ জিসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে আমি মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। গত ১৫ মার্চ দুপুর ৩টার সময় মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাও ইউনিয়ন ছাত্রদল, ৪নং নারায়নপুর ইউনিয়ন ছাত্রদল, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল ও ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়, দলীয় গঠনতন্ত্র সাহেবের পরামর্শক্রমে এবং উপজেলা ছাত্রদলের সমন্বয়ে ওই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন কমিটি ঘোষণা সম্পন্ন হলে সকলকে বিদায় দেয়া হয়। পরোক্ষণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কে বা কাহার প্ররোচনায় মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের দুই নেতা, মতলব বাজারে এবং নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিবের সাথে অসদাচরণ করে। এক পর্যায়ে তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে ঘটনার মিমাংসা করে সবাইকে সবার মত পাঠিয়ে দিয়ে আমি নামাজে চলে যাই। নামাজ শেষ করে বাহির হলে ফোন পাই যে ওয়ার্ডের নেতারা নারায়নপুর ইউনিয়নের সদস্য সচিব মালেককে আবারও নতুন রাস্তার বাইপাস পানির টাংকির মোরে আটক করে মারধর করছে।
এমন অবস্থায় তাকে রক্ষা করা আমার কর্তব্য মনে করে আমি দ্রæত বাইপাশ সড়কে পৌঁছে সকলকে থামানোর চেষ্টা করি এবং দুই দিকে সরিয়ে দেই। অতপর আমিও বাজারে আসার জন্য একটি অটোরিকশায় উঠি। হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আমাকে লক্ষ করে ছুরি, চাপাতি, রানদা দেশীয় অস্ত্র দিয়ে কিছু বুজে উঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি আমার দলের সকলকে নিজের এবং আপন মনে করি, এই ঘটনা আমাকে আশ্চর্য এবং হতবাক করেছে। ঘটনার পর থানায় মামলা করা হয়েছে, আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই এবং এ হামলার সাথে জড়িত সকল দোষীদের স্থায়ীভাবে বহিষ্কারের আদেশের মাধ্যমে দলকে কলঙ্ক মুক্ত করতে অনুরোধ করছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোহেব আহম্মেদ সরকার, মতলব ডিগ্রি কলেজ সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরান হোসেন মিয়াজী, যুবদল নেতা আবু জাহের মিয়াজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হিরন, নাজমুল হক সরকার, সাইদুল হাসান মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী, তাহের ফরাজী, শিপন বেপারী, হাবিবুর রহমান, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মালেক পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য দেওয়ান জিসান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছত্রদলের সভাপতি কাইয়ুম হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন পাটোয়ারী প্রমুখ।